সামিটে দেশের প্রায় ৭০০ ওয়ালটন প্লাজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।
Published : 14 Jan 2025, 07:57 PM
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে হয়ে গেল ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’।
সারা দেশে ওয়ালটন প্লাজার সদস্যদের নিয়ে মঙ্গলবার এই সামিট হয়েছে বলে ওয়ালটন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সকালে বেলুন উড়িয়ে সামিটের উদ্বোধন করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান এসময় উপস্থিত ছিলেন।
দেশের প্রায় ৭০০ ওয়ালটন প্লাজা থেকে ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ক্রেডিট ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন, যেখানে সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।
ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে বিক্রি বৃদ্ধিতে অবদান রাখায় ১৯ ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার ১৯০ জনকে পুরস্কার দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
সামিটে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।