এই সনদ পাওয়ায় যাত্রীরা এখন আরে বেশি ‘আস্থা’ রাখতে পারবেন বলে মনে করছে ইউএস-বাংলা।
Published : 18 Jun 2024, 01:11 PM
গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নিবন্ধন পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলেছে, বাংলাদেশে বেসরকারি বিমানসংস্থাগুলোর মধ্যে তারাই প্রথম আইএটিএর সেইফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রাম বা আইএসএজিও সনদ পেল।
এর আগে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সনদ পেয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলেছে, তারা আইএটিএ'র সেইফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের অধীনে নিবন্ধিত হয়েছে, যার আওতায় রয়েছে প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার ও ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট, কার্গো এবং মেইল হ্যান্ডলিং এর মত বিষয়।
এই সনদ পাওয়ায় যাত্রীরা এখন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওপর আরে বেশি ‘আস্থা’ রাখতে পারবেন বলে মনে করছে বিমান পরিবহন সংস্থাটি।
ইউএস-বাংলা ২০২৩ সাল থেকে আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেইফটি অডিট) নিবন্ধিত বিমান সংস্থা; এখন এটি আইএসএজিও নিবন্ধিত এয়ারলাইন্স হল।