হাটহাজারীর প্রান্তিক দুইশরও বেশি কৃষককে ঋণ দেওয়ার কথা জানিয়েছে এবি ব্যাংক।
Published : 02 Oct 2024, 10:46 PM
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে বেসরকারি এবি ব্যাংক।
চট্টগ্রামের হাটহাজারীতে দুইশর বেশি কৃষককে ঋণ দেওয়ার কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এবি ব্যাংকের হাটহাজারী শাখায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আফজাল, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।