বইপড়া কর্মসূচিতে সাড়ে ৩৩ হাজার বই দিল বিকাশ

সারাদেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 03:04 PM
Updated : 4 June 2023, 03:04 PM

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে এবার ৩৩ হাজার ৬০০টি বই দিয়েছে বিকাশ।

রোববার আনুষ্ঠানিকভাবে এসব বই হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকাশ জানায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বই তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম।

বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক বইপড়া কর্মসূচির আওতায় সারাদেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকেই বিশ্বসাহিত্য কেন্দ্রের এ বইপড়া কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত আছে বিকাশ। এই কার্যক্রমে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ বই দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদানকারী কোম্পানিটি।