সংস্করণভেদে যানটির দাম ৫০ থেকে ৫৬ লাখ টাকা।
Published : 30 Sep 2024, 05:29 PM
দেশের বাজারে এসেছে বিওয়াইডি অ্যাটো ৩ মডেলের বৈদ্যুতিক গাড়ি।
শনিবার এই মডেলটি উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিওয়াইডি বাংলাদেশ বলছে, বিওয়াইডি অ্যাটো ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ ও এক্সটেন্ডেড রেঞ্জ- এই দুই সংস্করণের গাড়ি বাজারে পাওয়া যাচ্ছে।
“ব্যবহারকারীবান্ধব ফিচার ও চমৎকার অভ্যন্তরীণ বৈশিষ্ট্যসহ দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা পাওয়া যাবে এই দুই ভ্যারিয়েন্টেই। গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে অ্যাটো ৩ -এর চমৎকার সেন্ট্রাল কনসোল।”
এই গাড়ির আরগোনোমিক স্পোর্টস সিট ভিগান লেদারে তৈরি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর সামনের সিটগুলো খুব সহজেই বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই গাড়িতে আছে ই-প্ল্যাটফর্ম ৩.০। এতে ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
বিওয়াইডি অ্যাটো ৩ স্ট্যান্ডার্ড রেঞ্জ ফুল চার্জ করে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এর দাম পড়বে ৪৯ লাখ ৯০ হাজার টাকা।
আর বিওয়াইডি অ্যাটো ৩ এক্সটেন্ডেড রেঞ্জ ফুল চার্জ করে চালানো যাবে ৪২০ কিলোমিটার পর্যন্ত। এটির দাম পরবে ৫৫ লাখ ৯০ হাজার টাকা।
বিওয়াইডির মার্কেটিং ও ক্যাটেগরি ডেভেলপমেন্ট হেড ইমতিয়াজ নওশের বলেন, “দেশের গ্রাহকদের জন্য উন্নত ও নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে আসতে চাই আমরা।
“কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে এই এনইভিগুলোর মাধ্যমে কাজ করে যাবে বিওয়াইডি।”