স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডির ঢাকা সফর

বাংলাদেশে তার প্রথম সফরকালে ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 03:00 PM
Updated : 16 May 2023, 03:00 PM

বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ নিক হুয়াং দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশে এটিই তার প্রথম সফর ছিল বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

এতে জানানো হয়, সফরকালে নিক হুয়াং ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমানশীল বাজারটি কাছ থেকে পরিদর্শন করার উদ্দেশ্যে তিনি এ সফরে আসেন।

দুই দিনের সফর শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা হুয়াং গত সপ্তাহে ঢাকা ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, “স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে দেশীয় বাজারকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রূপান্তর করছে, নতুন নতুন উদ্ভাবন ঘটাচ্ছে, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং ক্লায়েন্টদের সেরা অভিজ্ঞতাগুলো সফরজুড়ে তিনি পর্যবেক্ষণ করেন।”

নিক হুয়াং চলতি বছরের মার্চে যুক্তরাজ্যভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) প্রধান হিসেবে যোগ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হংকং অঞ্চলজুড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের মূল ও কৌশলগত দিকগুলো ত্বরান্বিত করতে মূখ্য ভূমিকা পালন করেন তিনি। ব্যাংকিং খাতে ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকারের এশিয়া ও উত্তর আমেরিকায় কাজের অভিজ্ঞতা রয়েছে।