শুক্রবার বিমানের অভ্যন্তরীণ সব রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমাণ্ডু রুটের টিকেটের মূল ভাড়ার ওপরে এই ছাড় মিলছে।
Published : 26 Sep 2024, 05:15 PM
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন রুটের টিকেটের দামে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সব রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমাণ্ডু রুটের টিকেটের মূল ভাড়ার ওপরে এই ছাড় মিলবে।
শিডিউলে থাকা যেকোনো দিনের টিকেট শুক্রবার কিনলে এই ছাড় মিলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান শুরু থেকেই দেশের পর্যটনকে প্রমোট করে আসছে। কিছুদিন আগে যে এশিয়ান ট্যুরিজম ফেয়ার হল, সেখানেও টাইটেল স্পন্সর ছিল বিমান। তাই বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে দেশের পর্যটনকে প্রমোট করতেই এই ছাড় দেওয়া।”
বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার (১৩৬৩৬), মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে টিকেট কাটা যাবে।
ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট কেনার ক্ষেত্রে প্রমোকোড (BIMANWTD24) ব্যবহার করতে হবে।