এ বিষয়ে নোটিস পাঠিয়ে আটাব সভাপতি এবং মহাসচিবকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
Published : 22 Apr 2025, 10:16 PM
ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন-অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর পরিচালনা পর্ষদ বাতিল করে কেন প্রশাসক বসানো হবে না, তা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার এ বিষয়ে নোটিস পাঠিয়ে আটাব সভাপতি এবং মহাসচিবকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়, আটাব এর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের একটি আবেদন তারা পেয়েছেন।
“এমতাবস্থায়, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এ বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবে না, পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব (প্রযোজ্য ক্ষেত্রে প্রমাণসহ) দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
আটাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুস সালাম আরেফ, আর মহাসচিব পদে রয়েছেন আফসিয়া জান্নাত সালেহ। ২০২৪ সালের ৫ মার্চ তাদের দায়িত্ব নেন।
নোটিসের বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম আরেফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ কী, সেটা আমরা জানি না। কারা প্রশাসক নিয়োগ চায়, আমরা জানি না। সম্প্রতি আমরা টিকেট সিন্ডিকেট নিয়ে কথা বলেছি। সেটা হয়ত কারও ভালো লাগেনি। আমরা অভিযোগ জানতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যদি আর একদিনও দায়িত্ব থাকি, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।”
বাংলাদেশের ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাব গত ২৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলে, এয়ার লাইন্সগুলোর সঙ্গে সিন্ডিকেট করে এয়ার টিকেটে দাম চড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে ভুগতে হচ্ছে প্রবাসীদের।
তাদের অভিযোগ ছিল, এয়ারলাইন্সগুলো কিছু ট্র্যাভেল এজেন্টকে একসঙ্গে অনেকগুলো টিকেট বুকিং বা ব্লক করে রাখার সুযোগ দিচ্ছে। ফলে সাধারণ ট্রাভেল এজেন্টরা আর ওইসব টিকেট বেচতে পারছে না, আর সিন্ডিকেটের সদস্য এজেন্টরা পরবর্তীতে দেশের বাজারে ব্লক করে রাখা ওইসব টিকেট কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে।
এয়ার টিকেটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি জানায় আটাব।
এরপর টিকেটের দাম কমানো নিয়ে সরকারের তরফ থেকে ১০ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পরপর মধ্যপ্রাচ্যের রুটগুলোতে এয়ার টিকেটের দাম কমে অর্ধেকে নেমে এসেছিল বলে আটাবের তরফ থেকে জানানো হয়েছিল।
পুরনো খবর:
এয়ার টিকেটের মজুদদারি বন্ধের দাবি আটাবের
এয়ার টিকেটের দাম কমাতে সরকারের ১০ নির্দেশনা
সরকারি সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের এয়ার টিকেটের দাম নেমেছে অর্ধেকে:
সরকারের পদক্ষেপে উড়োজাহাজে আসন সহজলভ্য হয়েছে: আটাব
বিমান ভাড়ায় 'অনিয়ম অনুসন্ধানে' নামছে কমিটি
বিদেশি এয়ারলাইন্সগুলোকে ভাড়া 'সহনীয়' রাখার অনুরোধ বেবিচকের