যেকোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ছাড় পাওয়া যাচ্ছে।
Published : 19 Aug 2024, 08:00 PM
ওয়ালটনের অনলাইন বিক্রয় প্লাটফর্ম ই-প্লাজা থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স কেনাকাটায় চলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
পণ্য কিনে যেকোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই ছাড় পাওয়া যাচ্ছে বলে সোমবার ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ওয়ালটনের পণ্য কেনায় ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। ক্যাশ অন ডেলিভারিতেও পণ্য ক্রয়ের সুযোগ রয়েছে। ক্রেডিট কার্ডে ইএমআইয়ের আওতায় ১২ মাসের ‘জিরো ইন্টারেস্ট’ সুবিধায় পণ্য কেনার সুযোগও রয়েছে।
ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক বলেন, বিশ্বের যেকোনো স্থানে বসেই ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটসহ সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েশ দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।
বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ, বিকাশ ও রকেটের মত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।