জাতীয় মহিলা সংস্থার ৭২০০ নারীর প্রশিক্ষণ ভাতা যাবে নগদ-এ

সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এসব নারী ওই ভাতা পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 12:30 PM
Updated : 16 May 2023, 12:30 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ এর মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার ৭ হাজার ২০০ জন নারীর প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এসব নারীকে ওই ভাতা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে সোমবার এ বিষয়ে জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ ডাক বিভাগ ও নগদ লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, পরিচালক সৈয়দা মেহেরুন নেছা কবীর এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় দেশের ৫০ জেলার ৩০টি উপজেলা থেকে ৭ হাজার ২০০ জন নারী প্রশিক্ষণে অংশ নেবেন। তাদের প্রত্যেককে দৈনিক ১০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সে হিসেবে ৮০ দিন প্রশিক্ষণের জন্য তিন কিস্তিতে মোট ৮ হাজার টাকা প্রত্যেক প্রশিক্ষণার্থীর নগদ ওয়ালেটে দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, টাকা তোলার জন্য তাদের ক্যাশ আউট চার্জ দেওয়া হবে। তারা কোনো খরচ ছাড়া কাছের কোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে টাকা তুলতে পারবেন।