এ আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন স্বাদের মজাদার পিঠা প্রদর্শন করে দশজন নারী জিতে নিয়েছেন পিঠানন্দ উৎসব সিজন-৪ এর পুরস্কার।
Published : 01 Feb 2025, 03:54 PM
গ্রামবাংলার সংস্কৃতি পিঠাপুলিতে মেতে উঠতে রাজধানীতে ‘পিঠানন্দ উৎসব’ করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভিশন’।
গত ২৬ জানুয়ারি তেজগাঁওয়ে দিনব্যাপী এ আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন স্বাদের মজাদার পিঠা প্রদর্শন করে দশজন নারী জিতে নিয়েছেন পিঠানন্দ উৎসব সিজন-৪ এর পুরস্কার।
শনিবার ভিশনের জনসংযোগ কর্মকর্তা ও ডিজিএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাড়ি থেকে তৈরি করে আনা বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে আগতদের জন্য বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার ব্যবস্থা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাদ, গুণগত মান এবং উপস্থাপনার উপর ভিত্তি করে বিচারকরা দশজনকে বিজয়ী ঘোষণা করেন।
বিচারক প্যানেলে ছিলেন অভিনেতা মীর সাব্বির, কন্ঠশিল্পী লুইপা, অভিনেত্রী সাইরা আখতার, ফুড ব্লগার সাদিয়া ও ফাইভ স্টার হোটেলের শেফ আহমেদ হোসেন ও ড্যানিয়েল সি গোমেজ।
পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন ভিশনের কনভার্সন ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, মাল্টি ব্লেন্ডার, ইনফ্রারেড কুকার, স্যান্ডউইচ মেকার, কেটলিসহ নানা ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিশন ইলেকট্রনিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা ফরহাদ হোসেন মামনুন।
অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং এ জেড এম ওবায়েদউল্লাহ, ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হক ও অপারেশন হেড নূর মোহাম্মদ মামুনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।