ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে ২০২০-২০২১ অর্থবছরে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ওয়ালটন।
বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ালটনসহ মোট ৭৩টি কোম্পানিকে এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলমের তরফে কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) এস এম শোয়েব হোসেন নোবেলের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শোয়েব হোসেন নোবেল বলেন, “এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৪০টিরও বেশি দেশে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে ওয়ালটন। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছে। এরই স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়েছে।”
এ খাতে রপ্তানি প্রণোদনা দেওয়া হলে বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।