পোষা প্রাণীদের মধ্যে সাধারণত কুকুরই নিয়ে আসতে দেখা যায় ভোটারদের। তবে এবার ভোটকেন্দ্রগুলোতে কুকুরের দেখা মিলেছে বেশি।দেখা গেছে ঘোড়া, এমনকি সাপও।
Published : 04 Jul 2024, 10:39 PM
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরুর পর ভোটকেন্দ্রগুলোতে ভোটারের পাশাপাশি লক্ষ্যণীয়ভাবে চোখে পড়েছে কুকুরের উপস্থিতি। পাশাপাশি সাপ,ঘোড়া এমনকি বিড়াল নিয়েও ভোটাররা ভোটকেন্দ্রে গেছেন।
যুক্তরাজ্যজুড়ে ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে প্রায় ১৫০,০০০ মানুষ। এবারই প্রথম ভোটার আইডি দেখিয়ে তাদেরকে ভোট দিতে হচ্ছে। দেশটিতে ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটারদের পোষা প্রাণী নিয়ে আসা সাধারণ ঘটনা।
আর এই পোষা প্রাণীদের মধ্যে সাধারণত কুকুরই নিয়ে আসতে দেখা যায় অনেককে। তবে এবারর কুকুরের উপস্থিতি দেখা গেছে অনেক বেশি।ভোটকেন্দ্রগুলোর যেসব ছবি গণমাধ্যমে এসেছে তাতে কেবল দেখা গেছে কুকুর, কুকুর, আর কুকুর। ভোটকেন্দ্রের বাইরে তাদেরকে পাহারা দিয়ে এবং অপেক্ষা করে বসে থাকতে দেখা যায়।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলশ এবং নর্দান আইল্যান্ডে বৃহস্পতিবার মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছে। সঙ্গে যাচ্ছে তাদের পোষা অন্যান্য প্রাণীরাও। স্কটল্যান্ডে এক ভোটারকে সঙ্গে করে তার পোষা ঘোড়া নিয়ে আসতে দেখা যায়।
ডারবিশায়ারে এক ভোটার ভোটকেন্দ্রে নিয়ে আসেন তার পোষা বিড়ালকে। সাপ নিয়ে আসতে দেখা যায় আরেকজনকে। একটি ভোটকেন্দ্রে ঘুরে বেড়াতে দেখা গেছে দুটি মুরগিকেও।
কেবল এবারই নয়, এর আগেও যুক্তরাজ্যে ভোটের দিনে ভোটারদেরকে পোষা প্রাণী হিসাবে মুরগি নিয়ে আসতে দেখা গেছে।
২০২১ সালের মে মাসে এক স্থানীয় নির্বাচনে এক ভোটার নিয়ে এসেছিলেন মুরগি। ভোটে লোকজনের ভিড়ে সেই মুরগি এদিক সেদিক চলে গিয়ে বিপত্তি বাধিয়েছিল।
এক কৃষক প্রায় নিয়েই চলে যাচ্ছিল মুরগিটিকে। তবে শেষ পর্যন্ত মুরগির মালিককে খুঁজে পেয়ে তাকে মুরগিটি দিয়ে দেওয়া হয়।
তবে যে কেবল মুরগি হারিয়েছে তাই নয়, ব্যালট বাক্সে এক নারীর ৪০ হাজার পাউন্ডের দামি বিয়ের আংটির মতো মূল্যবান জিনিস খোয়ানোর মতো ঘটনাও অতীতে ঘটেছে। সেই আংটি ফিরে পেতে অপেক্ষা করতে হয়েছিল ভোট গণনা না হওয়া পর্যন্ত।