দিনাজপুরে এবি ব্যাংকের ‘স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

ব্যাংকের তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 02:39 PM
Updated : 20 May 2023, 02:39 PM

দিনাজপুরের সদর উপজেলার পাঁচ হাজারের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। ব্যাংকের তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

শনিবার দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান প্রাঙ্গণে এক অনুষ্ঠানে নির্বাচিত প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল বলেন, আমরা সারাদেশের ৪০০ ইউনিয়নে ইতিমধ্যেই কৃষি ঋণ বিতরণ করেছি। অব্যাহতভাবে এই ঋণ বিতরণ কর্মসূচি আমরা চালিয়ে যাব।

“আসুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাকে স্থায়ী করি, অপশক্তি ও সন্ত্রাসকে না বলি।”

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম ও উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।