সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
Published : 21 Jan 2025, 06:32 PM
ভবন নির্মাণ, কাঠের কাজ ও বৈদ্যুতিক পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের প্রদর্শনী।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার এ প্রদর্শনী শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত, যেখানে বিশ্বের আধুনিক নির্মাণ কাঠামো, কাঠ ও আসবাব শিল্প এবং বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন ও প্রযুক্তি পণ্য দেখানো হবে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড ও ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী আয়োজন করেছে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।
‘বাংলাদেশ বিল্ডকন-২০২৫’, ‘বাংলাদেশ উড-২০২৫’ এবং ‘ইলেক্ট্রিক্যাল এক্সপো ২০২৫’ নামের প্রদর্শনী তিনটিতে দেশ-বিদেশের প্রায় ১০০ প্রতিষ্ঠানের হাজারও পণ্য প্রদর্শিত হবে। অষ্টমবারের মত এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীতে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান ও মেশিনারি থেকে শুরু করে নানা যন্ত্রপাতি যেমন- আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার, অটো ক্লেভ, অ্যাব্রেসিভ টুলস, ফ্ল্যাপ ডিস্ক, এফআরপি ম্যানহোল কভার, পিসি ডেকোরেটিভ স্ক্রিন, ফ্লোর গ্রেটিং, হ্যান্ডহোল বক্স, ভেন্টিলেশন সিস্টেম, ফায়ার-রেসিস্ট্যান্ট গ্লাস, রেডি মিক্স কংক্রিট, প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং সিস্টেম, স্মার্ট স্ক্যাফোল্ড, পানি পরিশোধন ব্যবস্থা, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, পিভিসি ওয়াটারপ্রুফ ফেব্রিকও প্রদর্শনীতে স্থান পাবে।
কাঠ ও কাঠের কাজের শিল্প প্রদর্শনীতে দেশি-বিদেশি ফার্নিচার ডিজাইন প্যানেল, থ্রিডি প্যানেল, লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিন, কাঠের ফ্লোরিং, প্লাইউড, এমডিএফ, লেমিনেট, কাঠের প্যানেল, হাইড্রোলিক হট প্রেস মেশিন, কাঠের আবরণ, ব্ল্যাকবোর্ড, ডোর এবং ফ্রেমসহ নানান উপকরণ থাকবে।
ইন্টেরিয়র ও এক্সটেরিয়র দেয়াল ক্ল্যাডিং এবং ফিক্সচার, ফার্নিচার ডিজাইন প্যানেল, থ্রিডি প্যানেল, কার্বন ডাই অক্সাইড লেজার কাটিং এবং এনগ্রেভিং মেশিনসহ নানা যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। আর বৈদ্যুতিক পণ্যের প্রদর্শনীতেও আধুনিক নানা সরঞ্জাম প্রদর্শন করা হবে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্সের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান ভুঁইয়া বলেন, “এ আয়োজন দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক বছর ধরে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের এক দারুণ সুযোগ হিসেবে কাজ করছে। এবারের আয়োজনে চমৎকার সব পণ্য প্রদর্শন করা হবে।”