"এই টুর্নামেন্টে ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন, যা আর্মি গলফ ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ”, দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Published : 26 Jan 2025, 05:37 PM
আর্মি গলফ ক্লাবে হয়ে গেল 'এপেক্স গলফ টুর্নামেন্ট ২০২৫', যেখানে অংশগ্রহণ করেন দেশের আট শতাধিক গলফার।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের আয়োজনে গত বুধবার থেকে চার দিনের এই টুর্নামেন্ট শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অব মার্কেটিং রায়হান কবিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই টুর্নামেন্ট আর্মি গলফ ক্লাবের ইতিহাসে মাইলফলক তৈরি করেছে। এবার ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ।
"এপেক্স ফুটওয়্যার লিমিটেড এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।”