আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই ব্যাংকার ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর থেকে আর প্রকাশ্যে আসেননি।
Published : 09 Dec 2024, 12:21 AM
বেসরকারি খাতের এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তারিক আফজাল, যিনি সাড়ে পাঁচ বছর ধরে এ দায়িত্বে ছিলেন।
রোববার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি) দায়িত্ব দেওয়ার তথ্য দিয়েছেন ব্যাংকটির কোম্পানি সচিব জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এমডি পদ থেকে তিনি (তারিক আফজাল) আজ পদত্যাগ করেছেন।”
দীর্ঘ দিনের ছুটি শেষে রোববার তারিক আফজালের ব্যাংকে যোগদান করার ছিল। কিন্তু সকালে তার পদত্যাগপত্র আসে এবি ব্যাংকের অফিসিয়াল মেইলে। পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের বৈঠকে তা তোলার পর সেটি গ্রহণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলেন, ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক আফজাল বিদেশে থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবরে এসেছে।
এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
অভিজ্ঞ এই ব্যাংকার ২০১৮ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন। ২০১৯ সালের জুলাই মাসে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।
আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই ব্যাংকার গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর থেকে আর প্রকাশ্যে আসেননি। তখন থেকে এবি ব্যাংক থেকে তার পদত্যাগের গুঞ্জন উঠে। অসুস্থতার কারণ দেখিয়ে কানাডা গিয়েছিলেন বলেও শোনা যায়।