“ভবিষ্যতে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে,” বলেন তিনি।
Published : 07 Jul 2024, 01:26 AM
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে শিগগির একটি নতুন টার্মিনালের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
তিনি বলেন, “নতুন টার্মিনাল হলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। ভবিষ্যতে যাত্রী ও কার্গো সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে।”
শনিবার শাহ্ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেসসয় তিনি এসব কথা বলেছেন।
শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়নে বিভিন্ন কাজ চলছে জানিয়ে ফারুক খান বলেন, “এ বিমানবন্দরে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ ওঠানামা করতে পারে, সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধির কাজ চলমান। আশা করছি ২০২৫ সালের জুন মাস নাগাদ এটি শেষ হবে।
“রানওয়ের দৈর্ঘ্য আরও ৩ হাজার ফুট বৃদ্ধির একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। তবে এর সঙ্গে জমি অধিগ্রহণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় রয়েছে। ফলে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। সম্ভাব্যতা যাচাই ও বিভিন্ন পর্যায়ের পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এসময় বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।