কয়েকটি পরিবহনের আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।
Published : 04 Apr 2025, 09:46 PM
লক্ষ্মীপুরে ভাড়া বেশি নেওয়ায় চারটি পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে চেয়ার কোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও স্টার লাইন পরিবহনের কাছ থেকে এ জরিমান আদায় করা হয় বলে রাতে সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও জামশেদ আলম রানা জানান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা এক্সপ্রেসকে ৪ হাজার টাকা, স্টার লাইন সার্ভিসকে ৪ হাজার টাকা ও ইকোনো বাস সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জোনাকি সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইকোনো ও জোনাকি পরিবহন থেকে ভাড়ার অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হয়।
জেলা শহরের ঝুমুর, উত্তর স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় এসব অভিযান চলে।