৬ হাজার টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি পিএইচইউ টিএইচএএনএইচ ৩৬’ নামের জাহাজ বন্দরে ভিড়েছে।
Published : 08 Mar 2025, 03:37 PM
সরকারিভাবে ভারত থেকে আমদানি করা সেদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।
শনিবার ৬ হাজার টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি পিএইচইউ টিএইচএএনএইচ ৩৬’ নামের জাহাজ বন্দরে ভিড়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে এদিন খালাসের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে বুধবার পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি সিবি’ নামের জাহাজ চট্টগ্রামে আসে।
অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে ‘জিটুজি’ ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি।
আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।
দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকেও চাল আমদানি করা হয়েছে।