সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শ্রমঘন এলাকায় গত এক সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের মধ্যে সরকার এ উদ্যোগ নিল।
Published : 12 Sep 2024, 12:45 PM
এখন থেকে বিনা খরচে টেলিফোন করে সরকারকে নিজেদের ক্ষোভ ও অসন্তোষের কথা জানাতে পারবেন শ্রমিকরা।
সেজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। টোল ফ্রি এই হেল্পলাইনের নম্বর ১৬৩৫৭।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সকল প্রকার অভিযোগ জানাতে এই নম্বরে ফোন করা যাবে।
গত এক সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শ্রমঘন এলাকায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন পোশাক ও ওষুধ শিল্পের শ্রমিকরা।
এসব আন্দোলনের পেছনে শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা যেমন আছে, তেমনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের ‘উসকানি’ রয়েছে বলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ধারণা।