ঊর্ধ্বতন সহ-সভাপতি হয়েছেন রাজীব এইচ চৌধুরী; সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সালিম সোলায়মান।
Published : 15 Dec 2024, 09:46 PM
ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি হয়েছেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।
রোববার ডিসিসিআই মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন কমিটিতে রাজীব এইচ চৌধুরীকে ঊর্ধ্বতন সহসভাপতি এবং সালিম সোলায়মানকে সহসভাপতি করা হয়েছে।
নতুন কমিটিতে পরিচালক হিসেবে আছেন এনামুল হক পাটোওয়ারী, মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম ও সালমান বিন রশিদ শাহ সায়েম।
আগের কমিটিতে পরিচালক পদে থাকা নবনির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ আশরাফ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ ও ভোগ্যপণ্য খাতের ব্যবসায় সংশ্লিষ্ট ইফাদ গ্রুপে তাসকীন আহমেদ যোগ দেন ১৯৯৯ সালে। এ শিল্পগোষ্ঠীর যাত্রা শুরু হয় তাদের পরিবারের সদস্যদের নেতৃত্বে।
তাসকীন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সাবেক সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহসভাপতির দায়িত্বেও আছেন।