দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম বাড়ছে

এ ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির সুযোগ উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 05:54 PM
Updated : 1 June 2023, 05:54 PM

দেশে উৎপাদিত ও সংযোজিত মোবাইল ফোনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সুযোগ উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “মোবাইল ফোনের উৎপাদক কর্তৃক স্থানীয় উৎপাদন পর্যায়ে ০ (শূন্য) শতাংশের পরিবর্তে ২ শতাংশ, সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ মূসক আরোপপূর্বক প্রজ্ঞাপনের মেয়াদ ৩০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।”

এ বিষয়ক প্রজ্ঞাপনের কিছু শর্তের যৌক্তিকীকরণ ও নতুন শর্ত সংযোজনের প্রস্তাবও বাজেট বক্তৃতায় করেন অর্থমন্ত্রী।

২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন উৎপাদককে কমপক্ষে ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত দেওয়া আছে।

অন্যদিকে সংযোজনের ক্ষেত্রে আগে মূল্য সংযোজনের কোনো শর্ত না থাকলেও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী অন্তত ২০ শতাংশ মূল্য সংযোজন করতে হবে।

স্যামসাং, শাওমি, অপো, ভিভো, রিয়েলমিসহ ১৫টি কোম্পানি বাংলাদেশে মোবাইল সংযোজন করে আসছে।