বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিকাশ কর্তৃপক্ষের কাছে এই পুরস্কার তুলে দেন।
Published : 21 Nov 2024, 07:26 PM
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকার জন্য টানা চতুর্থ বারের মত ‘এক্সেলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল বিজনেস ২০২৩-২৪’ অ্যাওয়ার্ড জিতেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
ঢাকার গত শনিবার এক অনুষ্ঠানে বিকাশের চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিকাশের হেড অব ব্যাংকিং পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আদনান কবির রকি এবং হেড অব বিকাশ সেন্টার শাকের বিন খোরশেদ উপস্থিত ছিলেন।
‘লিডিং বাই রেজিলিয়েন্স’ শিরোনামে আয়োজিত ষষ্ঠ মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ১৮ ক্যাটাগরিতে ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক লেনদেনে ভূমিকা রাখা ২৬ বিজয়ী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।