বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এ কর্মসূচি পালন করা হয়েছে।
Published : 26 Sep 2024, 10:01 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃক্ষরোপণ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বিভিন গাছের চারা বিতরণ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সেইসঙ্গে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়ে বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।
প্রাণ আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় গ্রুপের স্থাপনাসহ দেশের বিভিন স্থানে নিয়মিতভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। তবে এবার কর্মসূচি একটু ভিন্ন।
“সাম্প্রতিক বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণে আমাদের এবারের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”