সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
Published : 23 Sep 2024, 11:53 AM
অনলাইনে রিটার্ন দাখিলে ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের সহায়তার জন্য সার্ভিস সেন্টার খুলল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
সোমবার সকালে এনবিআর কার্যালয়ে এ সেন্টার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন বিভাগের প্রধান মিশেল ক্রেজা।
আবদুর রহমান খান বলেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সে উদ্দেশ্যে করদাতাদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ই-রিটার্ন সিস্টেমের উন্নয়ন এবং সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধ্যনবাদ জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষনিক সমাধান পাবেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতারা যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধান পাবেন।