ফেনীর ওয়াপদা মাঠে এক অনুষ্ঠানে তারেকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
Published : 12 Dec 2024, 07:53 PM
মায়ের শখ পূরণে নিজের জমানো টাকা দিয়ে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন ফেনীর ধলিয়া এলাকার অটোরিকশা চালক তারেক হোসেন।
ফেনীর ওয়াপদা মাঠে সম্প্রতি এক অনুষ্ঠানে তারেকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেওয়ার কথা ওয়ালটন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফ্রিজ কিনে ওয়ালটনের ‘ডাবল মিলিয়ন’ অফার পেয়েছেন তারেক। এতেই তার ‘ভাগ্যের চাকা ঘুরে গেছে’।
তারেক ফেনীর শহরের ধলিয়া এলাকায় বাবা-মা ও তিন বোনকে নিয়ে থাকেন।
মা ফরিদা আক্তারের শখ পূরণে গত ১৯ নভেম্বর ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ালটন প্লাজা থেকে ২৯ হাজার ৩০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন। এরপর তিনি নিজের মোবাইল নম্বরে ওয়ালটনের ২০ লাখ টাকার উপহারের একটি এসএমএস পান।
পরে ফেনীতে এক অনুষ্ঠানে তারেককে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, ওয়ালটন প্লাজার (ওয়েস্ট) চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর ও আরিফুল ইসলাম (ইস্ট)।
ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাবল মিলিয়ন অফার জিতে তারেক বলেন, “একটি ফ্রিজ কিনে ২০ লাখ পেয়েছি, তা যেন বিশ্বাস হচ্ছিল না। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। আমি ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ।”
তারেকের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন দিনাজপুরের রানা ইসলাম ও মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশেদ আলী।
ওয়ালটন কর্তৃপক্ষ বলছে, গত ১০ অক্টোবর থেকে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।