বিজ্ঞাপনী আয় নিয়ে যেতে ২০% পর্যন্ত কর গুনতে হবে বিদেশি কোম্পানিকে

জুন পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 07:29 PM
Updated : 8 May 2023, 07:29 PM

বিজ্ঞাপন প্রচার করা থেকে আয় বাংলাদেশ থেকে নিজ দেশে নিয়ে যেতে বিদেশি কোম্পানিকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে কর গুনতে হবে।

বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর সময়ে ‘ডিজিটাল মার্কেটিং’ ক্যাটাগরিতে ১৫ শতাংশ এবং ‘অ্যাডভারটাইজিং ব্রডকাস্টিং’ ক্যাটাগরিতে ২০ শতাংশ হারে কর কাটতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে সোমবার পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

তার ফলে ফেইসবুক, ইউটিউবের মতো বিদেশি কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আর ‘টেলিভিশন-রেডিও’ মাধ্যমে প্রচারিত আয়ের ক্ষেত্রে এ করের হার হচ্ছে ২০ শতাংশ।

পরিপত্রে বলা হয়, ‘অনিবাসী প্রতিষ্ঠানের রেমিটেন্স পাঠাতে ব্যাংকসমূহ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করতে পারবে না আগামী জুন পর্যন্ত।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ১৭ এপ্রিল জারি করা এসআরও’র বরাত দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন ও কনটেন্টের ধরন অনুযায়ী নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে এনবিআর।

ইন্টারনেট ব্যবহার করে অনলাইন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা কনটেন্টের প্রচার ও প্রমোশনকে ‘ডিজিটাল মার্কেটিং’ এবং ‘টেলিভিশন-রেডিওতে’ প্রচারিত বিজ্ঞাপন বা কনটেন্টের প্রচার ও প্রমোশনকে ‘অ্যাডভারটাইজিং ব্রডকাস্টিংহিসেবে গণ্য করবে এনবিআর।