শতভাগ ঋণপরিশোধকারী কৃষকদের পুনরায় ঋণ দেওয়া হয়েছে।
Published : 14 Mar 2024, 06:44 PM
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৫০ জন প্রান্তিক কৃষককে কৃষি ঋণ বিতরণ করার কথা জানিয়েছে এবি ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, একই অনুষ্ঠানে শতভাগ ঋণপরিশোধকারী কৃষকদের মাঝেও পুনরায় ঋণ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে এক উঠান বৈঠকে কৃষকদের মাঝে ঋণ বিতরণ, শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আফজাল।