ঈদ উপলক্ষে প্রাণ আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশনের ব্লেন্ডার কিনলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ দিয়েছে কোম্পানিটি।
এছাড়া মোট এক লাখ ক্রেতা ‘নিশ্চিত পুরস্কার’ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ আরএফএল।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ অফার চলবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এক লাখ ক্রেতার হাতে নিশ্চিত পুরস্কার তুলে দিতে বিশেষ এ কর্মসূচি চালু করেছে ভিশন।
সোমবার ঢাকার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ভিশন ব্লেন্ডারের ‘লাখপতি অফারের’ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম।
তিনি বলেন, “দেশে দিন দিন নারীর ক্ষমতায়ন বাড়ছে এবং তারা এখন পুরুষের পাশাপাশি ঘরের বাইরে প্রচুর সময় ব্যয় করছেন। এ কারণে গৃহস্থালী কাজ দ্রুত সম্পাদন করতে ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স হাউজহোল্ড পণ্য ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ কর্মসূচির লক্ষ্য, গৃহস্থালী কাজ সহজ করতে দেশীয় পণ্য ভিশন ব্লেন্ডার ব্যবহারে উৎসাহ দেওয়া।“
ভিশন ব্লেন্ডার এর হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান বলেন, এসময়ে ক্রেতারা ব্লেন্ডার কিনলে তাদের হাতে নিশ্চিত পুরস্কার তুলে দিতে একটি স্ক্র্যার্চ কার্ড দেওয়া হবে। স্ক্যার্চ কার্ড ঘষে পুরস্কার হিসেবে ক্রেতা সর্বোচ্চ এক লাখ টাকা থেকে বিভিন্ন অংকের অর্থ পুরস্কার পেয়ে যেতে পারেন। এছাড়া এক লাখ ক্রেতা এ পুরস্কারের আওতায় আসবেন।
ভিশন এম্পোরিয়াম, বেস্ট বাই, ভিশন এক্সক্লুসিভ শপ, ডিলারশপ থেকে ভিশন ব্লেন্ডার কিনে এ পুরস্কার পাবেন বলে তিনি জানান।
ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এসএম সালাহউদ্দিন, ভিশন ব্লেন্ডারের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আকরাম হোসেন এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।