এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসনুল এর আগে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
Published : 19 Jun 2023, 09:17 PM
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে এলেন আহসানুল আলম।
তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
আহসানুল ইসলামী ব্যাংকে অধ্যাপক নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পর পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়লেন নাজমুল।
সোমবার ইসলামী ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় আহসানুল সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন বলে বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
ইসলামী ব্যাংকে আহসানুল জেএমসি বিল্ডার্সের প্রতিনিধিত্ব করছেন। আর ইউনিয়ন ব্যাংকে থাকাকালে ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের প্রতিনিধি ছিলেন তিনি।
ইউনিক ইনভেস্টমেন্টের পক্ষে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছিলেন সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আলম।
২০২১ সালের নভেম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্তির সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত আইপিওর (প্রাথমিক গণ প্রস্তাব) প্রসপেক্টাসে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আহসানুল আলমের বয়স দেখান হয়েছিল ২৭ বছর।
তিনি হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডেরও পরিচালক আহসানুল।