আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল এ প্রদর্শনী হবে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
Published : 13 Apr 2025, 02:59 PM
বৈশ্বিক ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা’য় অংশ নিতে যাচ্ছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল।
ত্বক ও চর্মরোগবিদ্যার এ বৃহৎ আয়োজনে রিমার্ক এলএলসি ইউএসএ-এর মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে সিওডিল অংশ নিচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল এ প্রদর্শনী হবে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং পৌনে দুই হাজার ব্র্যান্ড অংশ নিচ্ছে।
বরাবরের মতো এবারের আয়োজনেও থাকবে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিকস এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা এবং সেমিনার।
সিওডিল’র হেড অব বিজনেস সুকান্ত দাস বলেন, “এবারের দুবাই ডার্মায় উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ থাকবে সিওডিল। এতে অংশ নিচ্ছেন রিমার্ক এলএলসি ইউএস-এর প্রতিনিধি অলগা ইয়াকাভেনকা ও ওলা জ্যাজাক্সকাওক্সা।”
তিনি বলেন, “সিওডিল ছাড়াও রিমার্ক’র অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি, মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকসের বিশ্ব বাজারে প্রবেশ করতে পারব আমরা।”
অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, “উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের উপর জোর দিয়ে রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।
“রিমার্কের নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে সিওডিল ডাক্তার ও রোগী- উভয়ের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে।”
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রকিবুল ইসলাম বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত।
সিওডিলের আমন্ত্রণে ওই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট শারমিনা হক, কিউ এম মাহবুবুল্লাহ, রাশেদ মাহমুদ খান, ঝুমু খান ও জেসমিন মানজুর।