বাংলালিংকের আগে গ্রামীণফোনের সিইও ছিলেন তিনি; দুই দফায় বাংলাদেশে ছিলেন ১৩ বছর।
Published : 24 Mar 2025, 12:11 AM
টানা ৯ বছর বাংলালিংকের প্রধান নির্বাহী হিসেবে থাকা এরিক অস বাংলাদেশ ছাড়ছেন। বিদায়ের আগে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি; বাস্পরুদ্ধ গলায় বললেন, ’এদেশকে ভালোবাসি’।
রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এরিকের বিদায় উপলক্ষে ইফতারের আয়োজন করেছিল বাংলালিংক। অনুষ্ঠানে বক্তব্য দিতে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
তিনি বলেন, “অর্থনৈতিকভাবে এ দেশ এগিয়ে যাবে। এই দেশের মানুষ, যাদের অসাধারণ প্রোডাক্টিভিটির পক্ষে আমাদের অবস্থান। তারাই জীবনের সর্বক্ষেত্রে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, শুধু অর্থনৈতিকভাবে না। এই ধারা চলতে থাকবে এবং এই দেশের ভবিষ্যতটা এখানেই নিহিত।”
বাংলাদেশ নিয়ে আশাবাদী হলেও এখানকার টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধি নিয়ে কিছুটা হতাশ এরিক বললেন, “বাংলাদেশে এই খাত ‘ওভার রেগুলেটেড’। এর কারণে এই খাতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ঘটেনি।”
দুই দফায় গ্রামীণফোন ও বাংলালিংকে ১৩ বছর সিইও হিসেবে কাজ করেন এরিক। সবশেষে বাংলালিংকে টানা ৯ বছর দায়িত্ব পালনের পর এখন প্রথমে ফিরবেন নিজের দেশ নরওয়েতে। গ্রীষ্মের শেষে শীতে ফিরবেন থাইল্যান্ডে যেখানে তার পরিবার আবাস গেড়েছে।
১৯৯২ সালে নরওয়েজিয়ান সেনাবাহিনীর সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করা এরিক নব্বই দশকে টেলিকম খাতে কাজ শুরু করেন। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের ডেটা নেটওয়ার্ক ডিরেক্টর হিসেবে ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন। ২০০২ সালের জুনে তিনি মালয়েশিয়ার ডিজি টেলিকমের সিএমও হিসেবে দায়িত্ব নেন।
দুই বছর বাদে ২০০৪ সালের অক্টোবরে মালয়েশিয়া ছেড়ে ঢাকায় আসেন এরিক, কাজ শুরু করেন গ্রামীণফোনের সিইও হিসেবে। ২০০৭ সালের সেপ্টেম্বরে ঢাকার প্রথম দফা শেষ হয় তার।
গ্রামীণফোন ছেড়ে ওই বছরই ইন্দোনেশিয়ার পিটি এক্সিস টেলিকমের সিইও এর দায়িত্ব নেন। ২০১৪ পর্যন্ত সেখানেই ছিলেন। পরের বছর ডিসেম্বরে আবার বাংলাদেশে ফেরেন বাংলালিংকের সিইও হিসেবে। নয় বছরের বেশি সময় ঢাকায় কাটিয়ে এরিক ফিরছেন পরিবারের কাছে।
এরপর কোথায় জানতে চাইলে তিনি বলেন, আপাতত পরিবারের কাছে ফিরছেন, তার দুই কিশোর সন্তানকে সময় দেবেন। এই গ্রীষ্ম নিজ দেশ নরওয়েতে কাটিয়ে শীতে ফিরবেন থাইল্যান্ডে যেখানে তার পরিবার আবাস গেড়েছে।
পরবর্তী কর্মস্থল কোথায় জানতে চাইলে তিনি বলেন, “আপাতত কিছু ঠিক করিনি। কিছুদিন পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে নেই আগে।”
বাংলালিংকের নতুন সিইও হিসেবে গত ১৭ মার্চ ইওহান বুসের নাম ঘোষণা করে অপারেটরটির মূল কোম্পানি ভিওন। নতুন সিইও ৬ এপ্রিল দায়িত্ব নেবেন।