চলতি মাসে প্রথম চালান পাঠানো হয়েছে। আরেকটি প্রক্রিয়াধীন রয়েছে, বলছে বাংলাদেশি ব্র্যান্ডটি।
Published : 29 Jan 2025, 09:37 PM
বিদেশে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে এবার সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কায় টিভি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।
এজন্য দেশটিতে ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’কে পরিবেশক নিয়োগ দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
ওয়ালটন হাই-টেকের অতরিক্তি ব্যবস্থাপনা পরচিালক ইউসুফ আলী বলেন, চলতি মাসে কোম্পানিটির কাছে টিভির প্রথম চালান পাঠানো হয়েছে। আরেকটি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কায় ‘ব্র্যান্ড বিজনেস’ বাড়াতে গত নভেম্বরে কোম্পানিটির সঙ্গে অংশীদারত্ব শুরু করে ওয়ালটন। কোম্পানিটি শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।
ওয়ালটন বলছে, শ্রীলঙ্কায় বর্তমানে ইলেকট্রনিক্স ও অন্যান্য প্রযুক্তি পণ্যের মধ্যে টেলিভিশনের বার্ষিক বাজার প্রায় ৯০ মিলিয়ন ডলার।
ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার হাবিব ইফতিখার বলেন, বাংলাদেশের মত শ্রীলঙ্কাতেও ওয়ালটন টিভি অতি দ্রুত শীর্ষস্থান অর্জনে সক্ষম হবে। বর্তমানে ৩৫টিরও বেশি দেশে শতাধিক ‘বিজনেস পার্টনারে’র মাধ্যমে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস পরিচালিত হচ্ছে।
“টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে ওয়ালটনের।”
শ্রীলঙ্কায় টিভি রপ্তানি উপলক্ষে সম্প্রতি গাজীপুরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র প্রধান কার্যালয়ে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন টিভি টু শ্রীলঙ্কা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের ডিসি নাফিসা আরেফিন।
এতে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী, হাই-টেকের লজিস্টিকস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শাহীনুর সুলতানা, হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল হাসান, গ্লোবাল বিজনেস শাখার প্রধান আব্দুর রউফ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান উপস্থিত ছিলেন।