নেপাল বাংলাদেশে বছরের বর্ষকালীন ছয় মাস জলবিদ্যুৎ সরবরাহ করবে। ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে এই বিদ্যুৎ আসবে।
Published : 09 Jul 2024, 10:02 PM
দীর্ঘ আলোচনার পর বাংলাদেশকে প্রতি ইউনিট ৬ দশমিক ৪ সেন্ট দরে চলতি বর্ষা থেকেই দৈনিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য প্রস্তুতির কথা জানিয়েছে নেপাল।
মঙ্গলবার কাঠমান্ডু পোস্ট পত্রিকায় নেপাল ইলেকট্রিসিটি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক কুলমান গিসিং এ কথা জানিয়েছেন।
বাংলাদেশের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে আলোচিত বিদ্যুৎ বাণিজ্য নিয়ে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ইলেকট্রিসিটি অথরিটির জমা দেওয়া দরপত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রহণ করেছে এবং ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়চুক্তি করার আহ্বান জানিয়েছে পিডিবি।
নেপাল বাংলাদেশে বছরের বর্ষকালীন ছয় মাস জলবিদ্যুৎ সরবরাহ করবে। ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে এই বিদ্যুৎ আসবে। ভারতের মোজাফফরপুর ৪০০ কেভি সাবস্টেশন হয়ে ভারতীয় ট্রান্সমিশন সুবিধা ব্যবহার করে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে ঢুকবে।
গত জানুয়ারিতে নেপাল থেকে পাঁচ বছরের জন্য দৈনিক ৪০ মেগাওয়াট করে জলবিদ্যুৎ কিনতে দরপত্র আহ্বান করেছিল পিডিবি। এবিষয়ে আগেই বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটি সেই আলোকে বিদ্যুতের মূল্য উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। সেই দরপত্র বিশ্লেষণ করে এবং যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পিডিবি নেপালের এনইএর কাছে পাওয়ার ট্রেড এগ্রিমেন্ট বা বিদ্যুৎ বাণিজ্য চুক্তি করতে আগ্রহের কথা জানায়।
গত ১১ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপাল থেকে দৈনিক ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। সেখানে প্রতি ইউনিট বিদ্যুতে ৮ টাকা ১৭ পয়সা হিসাবে প্রতি বছর আনুমানিক ১৩০ কোটি টাকা এবং পাঁচ বছরে ৬৫০ কোটি টাকা খরচ হবে বলে বৈঠকে জানানো হয়।
গত বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, নেপালের সঙ্গে আচিরেই বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তি হবে। তবে চূড়ান্ত চুক্তির দিনক্ষণ জানাননি তিনি।
এনইএ’র ব্যবস্থাপনা পরিচালক কুলমান গিসিং বলেন, চলতি বর্ষা মৌসুম থেকেই বিদ্যুৎ রপ্তানির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অচিরেই চূড়ান্ত চুক্তি হবে, ইতোমধ্যে তিন পক্ষই খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছে।
২০২৩ সালের মে মাসে সচিব পর্যায়ের এক বৈঠকে নেপাল ও বাংলাদেশ পিডিবি, এনইএ ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগামকে যুক্ত করে ত্রিপক্ষীয় চুক্তি করতে একমত হয়।