ক্রমাগত দাম বাড়তে থাকার মধ্যে আমদানি পর্যায়ে মোট করভার ১০ শতাংশ হতে কমিয়ে শূন্য করা হয়েছে।
Published : 06 Nov 2024, 10:49 PM
পেঁয়াজের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখতে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
আমদানি পর্যায়ে মোট করভার ১০ শতাংশ হতে কমিয়ে শূন্য করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।
এতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো প্রকার আরোপযোগ্য শুল্ক ও কর থাকল না।
বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় দুই থেকে তিন সপ্তাহ ধরে দাম বাড়া শুরু হয়েছে, যা এখনও বাড়ছে।
বাজারে গিয়ে দেখা যায় সপ্তাহখানেক আগে খুচরা বাজারে প্রতিকেজি পাবনার পেঁয়াজ ১৩৫ থেকে ১৪০ টাকা বিক্রি হলেও এক সপ্তাহের ব্যবধানে বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
আমদানি করা পেঁয়াজ ক্রেতাদের কিনতে হচ্ছে ১২০ টাকা বা এর আশেপাশে।
দাম আরও বাড়বে এমন আশঙ্কার কথাও শোনা যায় বিক্রেতাদের কণ্ঠে।
শুল্ক তুলে নেওয়ার প্রজ্ঞাপনের তথ্য জানিয়ে এনবিআর এ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে পেঁয়াজের আমদানি বেড়ে বাজারে পেঁয়াজ সরবরাহ বাড়বে এবং মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এর আগে ৫ সেপ্টেম্বর পেঁয়াজের ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছিল।
তবে তখন বাকি ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে ৩০ নভেম্বর অবধি হ্রাস করা শুল্কে আমদানির মেয়াদ বেঁধে দিয়েছিল।
এবার আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক উভয়ই প্রত্যাহার করে এর মেয়াদ আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।