ইন্ট্রাকো প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে। পরে তা বাড়বে চার গুণ।
Published : 30 Mar 2023, 05:39 PM
দ্বীপজেলা ভোলায় পাওয়া প্রাকৃতিক গ্যাস পরিবহন করে ঢাকার আশাপাশের শিল্প এলাকায় বিপণনের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইন্ট্রাকোকে আগামী ১০ বছরের জন্য কাজটি দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, “ইন্ট্রাকো প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করবে এবং পরবর্তী ২০ এমএমসিএফডি করে গ্যাস কম্প্রেসড (সংকুচিত) করে সিএনজি আকারে পরিবহন করবে ইন্ট্রাকো। এ কোম্পানির সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।”
এই গ্যাসের দাম কত হবে, ইন্ট্রাকো কত সেবা মূল্য নেবে, সেটি এই বৈঠকে আলোচনা হয়নি। কবে থেকে এই গ্যাস সরবরাহ শুরু হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি।
গ্যাসের জাতীয় সঞ্চালন পাইপে যুক্ত নয় ভোলা। সাম্প্রতিকসময়ে সেখানে গ্যাসের একাধিক নতুন কূপ পাওয়ায় এবং বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পর দেশে সংকট দেখা দিলে এই গ্যাস মূল ভূখণ্ডে ব্যবহারের বিষয়ে আলোচনা শুরু হয়।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী গত অক্টোবরে ঢাকায় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বলেছিলেন, চলমান গ্যাস সংকট নিরসনে ভোলার অতিরিক্ত গ্যাস সিএনজি আকারে এনে শিল্প গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা চলছে।
সিএনজিতে ভোলার গ্যাস, পর্যালোচনার পরই সিদ্ধান্ত
ভোলার গ্যাস আগামী মাসেই জাতীয় গ্রিডে: প্রতিমন্ত্রী
গত জানুয়ারিতে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, “ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভোলা থেকে গ্যাস আনার কাজ শুরু করা হবে। সিএনজি আকারে নৌপথে এই গ্যাস পরিবহন করে গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
গ্যাস সিএনজি আকারে এনে শিল্পে ব্যবহারের আলোচনা শুরুর সময় তা পেতে সরব ছিলেন আগ্রহী অনেক উদ্যোক্তা। তবে বিশ্ববাজারে দাম কমে আসায় এলএনজি আমদানি আবার শুরু করার পর সঞ্চালন লাইনে সরবরাহ বাড়ার পর সেই আগ্রহে ভাটা পড়েছে বলে জানিয়েছেন তিতাসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। এর মধ্যেও ইন্ট্রাকো এই কাজটি পেল।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এদিন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এক হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং এর জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা সামিট কমিউনিকেকশনের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ভোলায় আরও এক কূপে গ্যাস, দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট
একই প্রকল্পের আওতায় এক হাজার ৩০৭টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং এর জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘ফাইবার এট হোম’ এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।