প্রথম ক্যাটাগরিতে ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ এয়ার টিকেট জিতেছে প্রথমা প্রকাশনী।
Published : 07 Nov 2024, 07:13 PM
একুশে বইমেলায় সবচেয়ে বেশি বিকাশ পেমেন্টের মাধ্যমে বই বিক্রয় করা পাঁচ প্রকাশনী পেয়েছে পুরস্কার।
বৃহস্পতিবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রকাশকদের হাতে তারা পুরস্কার তুলে দিয়েছে।
প্রথম ক্যাটাগরিতে ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ এয়ার টিকেট জিতে নিয়েছে প্রথমা প্রকাশনী। দ্বিতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা’ এয়ার টিকেট পেয়েছে বাতিঘর প্রকাশনী। আর তৃতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকেট জিতেছে ছায়ানীড় ও দ্য পপ-আপ ফ্যাক্টরি প্রকাশনী।
বিকাশ বলছে, সাত বছর ধরে একুশে বইমেলা আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে। পাঠক ও দর্শনার্থীদের আরও বেশি বেশি কিনতে উৎসাহিত করতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার ও ডিসকাউন্টও দিয়ে আসছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্টের এসভিপি আকবর কবীর মো. নিয়ামুল খোদা, মার্চেন্ট পেমেন্টের ভিপি এস এম খালেদ বিন হালিম, মিডিয়া অ্যান্ড অপারেশন্সের ম্যানেজার সুলতান মাহ্মুদ সোহেল এবং প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।