কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তাদের অধিকাংশই ছিলেন নারী।
Published : 09 Oct 2024, 09:01 PM
সামাজিক মাধ্যম কেন্দ্রিক ব্যবসার গণ্ডি পেরিয়ে অনলাইন মার্কেটপ্লেসে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতা দিতে প্রায় ৪০ জন উদ্যোক্তাকে নিয়ে কর্মশালার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন এবং ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
ফুডপ্যান্ডার হেড অব সেলস সিরাজুল হক রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন বলে বুধবার ফুডপ্যান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তাদের অধিকাংশই ছিলেন নারী। ফেইসবুকের মত অনলাইন প্ল্যাটফর্মে কেক, পিঠা, ফ্রোজেন ফুড, ঘি, মিষ্টি, ও আইসক্রিমসহ ঘরে বানানো বিভিন্ন খাবার বিক্রি করেন তারা।
উদ্যোক্তারা কীভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হতে পারবেন এবং ডিজিটাল কর্মাসের বাজারে সাফল্য অর্জনে কাজের ক্ষেত্রে কী ধরনের কৌশলগত পরিবর্তন আনা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
পাশাপাশি গ্রাহকদের জন্য সেবাপ্রাপ্তি আরো সহজ করা এবং ফুডপ্যান্ডার মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন প্রবৃদ্ধির সুযোগ অনুসন্ধানেও উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী দ্রুততম সময় ডেলিভারি ও গ্রাহকের সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
অন্যদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ফুডপ্যান্ডার পাবলিক রিলেশনস লিড আফিফা সুলতানা কর্মশালায় উপস্থিত ছিলেন।