প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুরে যাবে এবং চেন্নাই থেকে বিকালে ছাড়বে।
Published : 16 Dec 2023, 06:19 PM
ভারতের চেন্নাইয়ের পথে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজয়ের দিনে শনিবার দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট বিজি ৩৬৩।
শনিবার ভার্চুয়াল মাধ্যমে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী।
এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাসহ বিমান বাংলাদেশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে বিমানের ফ্লাইট।
একই দিনগুলোতে চেন্নাই থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আনুষ্ঠানিকভাবে চেন্নাই ফ্লাইটের উদ্বোধনের পর যাত্রীদের হাতে বোর্ডিং পাস তুলে দেন বিমানের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন।
পরে নির্ধারিত সময় দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানের ফ্লাইট চেন্নাইয়ের উদ্দেশে শাহজালাল বিমান বন্দর ছেড়ে যায়।
উদ্বোধন অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “চেন্নাইয়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসা সেবা নিতে যান। তাদের কথা চিন্তা করেই এই রুটে নতুন ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমান এয়ারলাইনস এই রুটে যাত্রী সেবায় এক নম্বর হবে।
“বিজয় দিবসের দিনে নতুন একটি রুটে এই উদ্বোধনের মাধ্যমে দেশের মানুষকে বিজয়ের দিবসের উপহার দেওয়া হল।”
অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশিরা চিকিৎসা সেবা নিতে ভারতে যায়। এ কারণে এটি খুবই ব্যস্ত রুট। এটা আনন্দের খবর যে, বাংলাদেশ বিমান এই রুটে ফ্লাইট চালু করেছে।”
তিনি বলেন, “বাংলাদেশ ভারতের বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে ভালো চলছে। আগামী দিনে এ সম্পর্ক আরও গভীর থেকে গভীরতম হবে।”
বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইটের টিকেট বিক্রি শুরু, প্রথম যাত্রা ১৬ ডিসেম্বর
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে বহু যাত্রী চিকিৎসার জন্য চেন্নাইয়ে যাতায়াত করেন। ওই রুটে এখন বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ও ভারতের ইন্ডিগোর সরাসরি ফ্লাইট আছে। ঢাকা থেকে ওড়ার পর তিন ঘণ্টার মধ্যেই চেন্নাইয়ের পৌঁছে যায় সরাসরি ফ্লাইটগুলো। তৃতীয় এয়ারলাইন্স হিসেবে এই রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান।
ঢাকা-চেন্নাই রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসের একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে।
ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে।
সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে। বোয়িং-৭৩৭ সিঙ্গেল আইল উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।