শেখ সেলিমের নিজের নামে অথবা বাবা-মা, ছেলে-মেয়ে বা ভাই-বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে।
Published : 20 Aug 2024, 04:12 PM
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।
এনবিআরের আয়কর বিভাগের কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।
এই কর অঞ্চলের এক কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া তার পরিবারের সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে কর অঞ্চল থেকে।
চিঠিতে শেখ সেলিমের নিজের নামে অথবা বাবা-মা, ছেলে-মেয়ে বা ভাই-বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য শেখ সেলিম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
এর আগে একই কর অঞ্চল থেকে বৃহস্পতিবার একইভাবে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়।