২০২২ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের পদও হারিয়েছিলেন কাশেম। সরকার বদলের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি পদ ফিরে পান।
Published : 29 Sep 2024, 07:07 PM
দীর্ঘ ২০ বছর পর নতুন চেয়ারম্যান পেয়েছে সাউথইস্ট ব্যাংক, এ পদে ফিরেছেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম।
রোজ কর্নার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এম এ কাশেম এক সময় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের এই প্রতিষ্ঠাতা সদস্য চারবার ওই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার পরিচালনা পর্ষদের সভায় এম এ কাশেমকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০০৪ সাল থেকে একটানা ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তার নাম আসে।
২০২২ সালে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে কাশেমকে যখন বাদ দেওয়া হয়, তখন পরিচালক পদে আসেন আঞ্জুমান আরা শহীদ, যিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংকের উচ্চ পদে রদবদল হয়। গত বুধবার সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান আলমগীর কবির।
২০২২ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের পদও হারিয়েছিলেন কাশেম। সরকার বদলের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি পদ ফিরে পান। গত বুধবার তাকে সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদেও ফিরিয়ে আনা হয়। রোববার তাকেই চেয়ারম্যান নির্বাচিত করে পরিচালনা পর্ষদ।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটির (এপিইউবি) সাবেক চেয়ারম্যান এম এ কাশেম দীর্ঘ ১৭ বছর হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। দরিদ্র রোগীদের নাক, কান ও গলার স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর অ্যাসিসটেন্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন ট্রাস্টেরও সভাপতি ছিলেন তিনি।