নতুনগুলোসহ দেশে এখন আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ১২১টি।
Published : 05 May 2024, 08:13 PM
দেশের ২২টি প্রতিষ্ঠানকে ২৮টি আইএসও সনদ দিয়েছে সরকারি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারাইজেশন হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাভিত্তিক বেসরকারি সংগঠন যারা বিশ্বব্যাপী উৎপাদন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সূচক অর্জন করার জন্য সনদ দিয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের সনদ বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।
নতুনগুলোসহ দেশে এখন আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ১২১টি।
সনদ পাওয়া নতুন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে- লোভেন বায়োসায়েন্স বেভারেজ লিমিটেড, সেনা কল্যাণ ইলেকট্রনিক্স; জে. এইচ. এম আগারউড; নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস; আলমগীর কন্সট্রাকশন লিমিটেড; দি রানী রি-রোলিং মিলস লিমিটেড; ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড; বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড; এবিএস কেবলস; লাইফ মেড পলিমার টেকনোলজি লিমিটেড; এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড; হার্বস ওয়ার্ল্ড লিমিটেড; এনেক্স লিমিটেড; এপেক্স মেটাল; নিতা কোম্পানি লিমিটেড, এবিসি কন্সট্রাকশন কেমিকেল লিমিটেড।
এছাড়া জে. এইচ. এম আগারউড, পিওরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড; এবিএস কেবলস, এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনুকূলে পরিবেশ ব্যবস্থাপনার উপর আইএসও ১৪০০১:২০১৫ সনদ দেওয়া হয়।
ভিটালেক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ; নওরিশ ফুডস লিমিটেড, কেয়ার নিউট্রেশন লিমিটেড, প্রাইম পুষ্টি লিমিটেড; জাভেদ এগ্রো ফুড প্রসেসিং লিমিটেডের অনুকূলে খাদ্য ব্যবস্থাপনার উপর আইএসও ২২০০০:২০১৮ সনদ দেওয়া হয়।
এছাড়া অকুপেশনাল হেলথ সেফটি ম্যানেজমেন্টের অনূকূলে জে এইচ এম আগারউডকে আইএসও ৪৫০০১:২০১৮ সনদ দেওয়া হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিএসটিআইর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “বিএসটিআই থেকে আপনাদের আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্য মান এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি।
“ইতোমধ্যে আমরা দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিএসটিআই থেকে ‘হালাল’ সনদ প্রদান কার্যক্রম শুরু করেছি।”
অনুষ্ঠানে এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মো. আমিন হেলালী ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।