এ সময় যাত্রীদের হাতে বিমান ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও তুলে দেওয়া হয়।
Published : 27 Sep 2024, 04:49 PM
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, শুক্রবার সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের হাতে বিমান ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও তুলে দেওয়া হয়।
এদিন বিমানের প্রতিটি ফ্লাইটে পর্যটন দিবসের ঘোষণা প্রচার করা হয়েছে।
এছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান।
এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোন দিনের টিকেট শুক্রবার কিনলে এই ছাড় পাচ্ছেন।
বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার (১৩৬৩৬), মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে টিকেট কাটা যাবে।
ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকেট কেনার ক্ষেত্রে প্রমোকোড (BIMANWTD24) ব্যবহার করতে হবে।