“সিদ্ধান্তটি কার্যকর হলে পর্যটন খাতে এক ধরনের প্রতিবন্ধকতা আসবে,” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তোয়াব কর্মকর্তা মো. ইউনুছ।
Published : 06 Jun 2024, 08:34 PM
ট্যুর অপারেটর সেবার ওপর বিদ্যমান মূল্য সংযোজন করে (ভ্যাট) যে অব্যাহতি রয়েছে, তা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। এটি কার্যকর হলে ভ্রমণের জন্য পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্কে এখন ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট ধার্য রয়েছে, নতুন বাজেটে যা বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছেন মন্ত্রী। অর্থাৎ পার্কে বিনোদন নিতে দ্বিগুণ খরচ বহন করতে হবে ভ্রমণকারীদের।
আর ট্যুর অপারেটররা তাদের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে অব্যাহতি পেয়ে আসছিলেন। বাজেটে ওই সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) মিডিয়া অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ইউনুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিদ্ধান্তটি কার্যকর হলে পর্যটন খাতে একধরনের প্রতিবন্ধকতা আসবে। এর ফলে পর্যটকদের ভ্রমণের ইচ্ছায় নেতিবাচক প্রভাব পড়বে।
“ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার হলে পর্যটকদের ব্যয়ও বাড়বে। তখন স্বাভাবিকভাবেই তারা পর্যটনের জন্য নিজেদের বাজেট কমিয়ে আনবেন।”