সহপাঠীদের সঙ্গে খেলা করার সময় বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় কৃতিত্ব চাকমা।
Published : 04 Jul 2024, 02:05 PM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে একজনের লাশ বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উদ্ধার করা হয়।
আরেকজনের লাশ বুধবার বিকালে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রাম থেকে উদ্ধার হয়।
মৃতরা হলো-পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিল্টন চাকমার ছেলে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র কৃতিত্ব চাকমা (১৩) এবং বালুখালী গ্রামের মহিমী কুমার ও জোৎস্না আলো চাকমার মেয়ে বিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহামনি চাকমা (১১)।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, “রোববার থেকে টানা তিন দিনের দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির উপজেলার অনেক নিচু এলাকা প্লাবিত হয়।
“মঙ্গলবার বিকালে বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকায় রাস্তার ওপর সহপাঠীদের সঙ্গে খেলা করছিল কৃতিত্ব চাকমা। এ সময় বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় সে।”
দুদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ হওয়া স্থানেই কৃতিত্বের মরদেহ ভেসে ওঠে বলে মিঠেল জানান।
এর আগে বুধবার বিকালে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামনি চাকমা বন্যার পানিতে ডুবে যায়।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য শেফালী চাকমা বলেন, “বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া বেশ কিছু সময় পর মৃত অবস্থায় ভেসে ওঠে সোহামনির লাশ।”
এই দুই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, “হঠাৎ বন্যার কারণে বাবা-মায়েরা ঘর গোছানোর কাজে নিজেদের ব্যস্ত রাখতে গিয়ে পরিবারের বাচ্চাদের খেয়াল রাখতে না পারার কারণেই হয়তো এমন ঘটনা ঘটছে।
“আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার সময় শিশুদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”