Published : 06 Mar 2018, 07:36 AM
আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন
করতোয়া বিধৌত উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শিল্পের শহর বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাত্র ২০০ মিটার পূর্বে অবস্থিত বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি রাজশাহী শিক্ষা বোর্ড তথা সারা বাংলাদেশের সুপরিচিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ১৮৬৯ খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকারের সময়ে মহারাণী ভিক্টোরিয়ার নামানুসারে 'ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস হাইস্কুল' নামে প্রতিষ্ঠিত হয়। অজও বগুড়া তথা উত্তরবঙ্গের মানুষের কাছে এটি ভিএম (V.M) স্কুল নামেই সুপরিচিত। ১৯৬২ খ্রিস্টাব্দে এটি সরকারিকরণ করা হয়। ১৯৯১ খ্রিস্টাব্দে এটি ডবল শিফটের বিদ্যালয়ে উন্নীত হয়।
সময়ের স্রোতে চলে গেল ১৫০ বছর। এর মধ্যে তৈরি হয়েছে অনেক সাফল্যের গল্প। এই বিদ্যালয়ের মেধাবী প্রাক্তন ছাত্রীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন-করছেন। উজ্জ্বল করছেন বগুড়ার মুখ, বাংলাদেশের মুখ।
বগুড়ার ঐতিহাসিক এই বালিকা বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব আগামী শনিবার, ১০ মার্চ, ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।