Published : 21 Oct 2016, 01:06 PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের (২০১১-১২ সেশনের) তিনদিন ব্যাপী র্যাগ ডে অনুষ্ঠিত হবে আগামি ৩০ অক্টোবর। সপ্তম ব্যাচের সাথে মিল রেখে এবারের র্যাগের শিরোনাম দেয়া হয়েছে 'TriVllum', এনিয়ে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। তবে এবারের র্যাগের মূল আকর্ষণ হচ্ছে ০১ নভেম্বর গুরু খ্যাত জেমসের নগর বাউল ও শিরোনামহীনের কনসার্ট। র্যাগ ও কনসার্টসহ সামগ্রিক ব্যাপারে র্যাগের আহবায়ক অমর্ত্য মজুমদার বলেন, "এর আগেও বিশ্ববিদ্যালয়ে দুইবার র্যাগ ডে পালিত হয়েছিল। তবে আমি মনে করি আমাদের এবারের র্যাগডে নোবিপ্রবি সারাজীবন মনে রাখবে"।