Published : 10 Nov 2014, 04:23 PM
নেন ভাই-
আগে দেখেছিলাম বড় বুশ-
কিছুদিন আগে দেখেছি মাঝারি বুশ-
এবার দেখবো ছোট বুশ-
শুনি পরিবারতন্ত্র নাকি শুধু আমাদের এই নেটিভ কান্ট্রিগুলাতেই আছে; ওদের আপার কান্ট্রিগুলাতে উহা নাইক্যা! কিন্তু এখন দেখি ওখানেও তা ব্যাপুক আছে; কেনেডি পরিবার, ক্লিনটন পরিবার এবং আমাদের অশেষ প্রিয় ওরফে যুদ্ধ প্রিয় বুশ পরিবার!
না জানি- আমার এই ছোট মাথাটার আওতার বাইরে আরও কত কত অজানা পরিবার এখনো রয়ে গেছে ওখানে মানে আমেরিকায়! তয় এতে হ্যাঁগোরে কোন দোষ নাইক্যা। এটাও 'গণতন্ত্র ফুলের' প্রস্ফুটিত আর একটা পাপড়ি; বড়ই সোন্দর!
আমরাই অযোগ্য, যা তা!
কথায় আছে, সব মাছে গু খায়; আর নাম পড়ে ঘাইরা মাছের!
ওয়াক ফুঁ >>>
১০/১১/২০১৪