Published : 27 Jan 2013, 04:40 AM
আমি আর নিজাম ভাই, ট্রেন থেকে নাগাল্যান্ডের ডিমাপুরে নেমেই গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গোসারি বাজারে যাকে ওরা নিউ মার্কেট এরিয়া বলে।
ঘিঞ্জি আর বারোয়ারী মানুষের ভিড়ে ঘুরছি; হটাৎ করেই আমার চোখ আটকে গেল মাটিতে পলিথিন বিছানো একটা দোকানের দিকে। কালো কালো কি যেন নড়ছে সেখানে! ভাল করে তাকাতেই দেখতে পেলাম; ইহা একটা জ্যান্ত ব্যাঙের দোকান।
লাফিয়ে যেন ওরা পালাতে না পারে; তার জন্যই ওদের পলি ব্যাগে বন্দি করে বিক্রির আয়োজন করা হয়েছে।
বাকিটা ছবিতে —
ঘটনা জানুয়ারী ২০১৩ সালের। আপডেট: ১৬/০১/২০১৫